তুই কি আমার বন্ধু হবে?
লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ১৭ ডিসেম্বর, ২০১৪, ০৬:৩৭:০৯ সন্ধ্যা
তুই কি আমার বন্ধু হবে ?
-এম মিজান রহমান
তুই কি আমার দুঃখ হবি নদী
আমার নেই দুঃখ নামের কেও...
তুই কি আমার আকাশ হবে পাখি
কিংবা সখের সাত সাগরের ঢেউ ।।
তুই কি আমার বন্ধু হবে আঁখি
জড়িয়ে নেবো নিঝুম আলিঙ্গনে
তুই কি আমার বাঁশি হবে সখের
কইবো কথা মুক্ত সংগোপনে ।।
তুই কি হবে গোধূলীর রং
কিম্বা সন্ধ্যাঁতারা
পাখির বাসর স্বপ্ন আসর
স্নিগ্ধ আলোকধারা ...
তুই কি হবে যুগল হাসির ফেনা
নকাশ হবে সুখের লেনা দেনা ।
বিষয়: সাহিত্য
১০৩০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন